Khoborerchokh logo

রংপুরে যাত্রা শুরু করেছে ১০০শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল । 165 0

Khoborerchokh logo

রংপুরে যাত্রা শুরু করেছে ১০০শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল ।



রংপুর ব্যুরো 
উত্তরাঞ্চলে এই প্রথম রংপুর বিভাগের বৃহত্তম স্বাস্থ্য কেন্দ্র  রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (রমেক)করোণা আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য যাত্রা শুরু হল১০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল। এ হাসপাতালে  সংকটাপন্ন করোনা রোগীদের জন্য ১০ শয্যার আইসিইউ সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছে। 
আজ দুপুরে রমেকে  হাসপাতালটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। এ সময় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ হাসপাতালে চিকিৎসক, নার্স, আয়া, ক্লিনার, স্বাস্থ্য কর্মী নিয়োগসহ করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করা হয়েছে বলে জানাগেছে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com